September 18, 2025, 9:58 pm
Title :
কুমিল্লায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযান অব্যাহত বিভাগ হবে কুমিল্লা নামেই বিভাগ হবে,,,হাসনাত আবদুল্লাহ কুমিল্লা সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযান অব্যাহত অস্ত্র মাদক ও ভারতীয় রূপি সহ আটক ১০ কুমিল্লা অস্ত্রসহ দুই দুষ্কৃতকারী আটক: এয়ারসফট পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ফল উৎসব ২০২৫ইং অনুষ্ঠিত কুমিল্লা পৃথক অভিযানে অস্ত্র ও মাদক সহ আটক ২ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম (পোষাক) নকল করে-শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে গনহত্যার নিষিদ্ধলীগ গভীর ষড়যন্ত্রে-কুমিল্লা ৪সদস্য আটক দেশ বিরোধী সকল চক্রান্ত জামায়াত সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে,,,এটিএম মাসুম।কুমিল্লা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা মোবাইলে ডেকে নিয়ে ঠিকাদার মিজানুর রহমান হত্যাকাণ্ড,গ্রেফতার ১ কুমিল্লা ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীদের মিছিলে ছুরিকাহত সাংবাদিক!

জনমনে প্রশ্ন-আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দেরি হচ্ছে,কেন!? এখন তারা ভয়ংকর কিশোর গ্যাং হয়ে জন নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছে,

Reporter Name
  • Update Time : Friday, May 9, 2025
  • 329 Time View

শহীদ হাজারো তাজা প্রান-এখনো আহত(গাজী)অসংখ্য মুক্তিকামী দেশপ্রেমিক ছাত্র জনতা হাসপাতালে চিকিৎসাধীন!

আওমীলীগ নিষিদ্ধ জনমনে বহু আগেই-সরকার বাস্তবায়ন করতে সমস্যা কি?!

মানবতা বিরোধী গনহত্যার ধারাবাহিকতায়-পিলখানা, হাফাজজতে ইসলামীর শহীদ শাপলা চত্বর,আয়নার,আলেমওলামাদের উপর নির্মম নির্যাতন, হাজারো গায়েবি মামলা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য মুসলিম জনতা খুন,গুমের মহোৎসব ক্রসফায়ার জঙ্গি নাটক গনহত্যায় আওয়ামী লীগ, নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি ভোটাধিকার বঞ্চিত জাতি!

সর্বশেষ ২০২৪জুলাই ৩৬ বহু পুলিশ ও ছাত্র জনতার উপর সশস্ত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগের বর্বর নৃশংস গনহত্যা,গন অভ্যুত্থানে ফ্যাসিস্ট পলায়নের পর-

মুক্ত জাতি স্বাধীন বিপ্লবী বাংলাদেশ।ভিনদেশী স্বার্থে গনহত্যার দলকুখ্যাত মাফিয়াচক্র আওয়ামীলীগ এদেশে রাজনীতি করার অধিকার নেই,আগে তাদের বিচার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আজীবন নিষিদ্ধ করে দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উদ্বেগ প্রকাশঃপ্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় অবৈধ ছাত্রলীগ ভয়ংকর কিশোর গ্যাং হয়ে এসেছে।

৫আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসর দালাল এখনো আছে।মনে রাখতে হবে ৫আগস্টের আগে সবাই আ’লীগ ছিল!তবে কেউ ভয়ে,কেউ চাপে পড়ে বাধ্য হয়ে,অনেকেই ২নম্বর আয়ের কারণে-আওয়ামী লীগ করতো।

সংবিধান,আইন আদালত, স্কুল কলেজ, হাট বাজার এমনকি মসজিদ কমিটি পর্যন্ত আওয়ামী দুর্নীতির কবলে,মন গড়া তৈরী করা ছিল সব কমিটি।খুনী হাসু বাহিনীর পতনের পর,কিছু স্থানে পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ।

বৈষম্য মুক্ত বাংলাদেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজে সর্বত্রই-স্বাধীনতা বিরোধী অস্ত্রলীগ চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিত করতে হবে।জনমনে প্রশ্ন-আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দেরি হচ্ছে,কেন!?

দুর্নীতি মুক্ত রাষ্ট্র আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত বছরের পর বছর-রক্ত,ঘাম ও অশ্রু ঝরিয়েছে আমার মত অসংখ্য মানুষ।আল্লাহর মেহেরবানীতে পুনঃস্বাধীন বিপ্লবী বাংলাদেশে বৈষম্য মুক্ত সুযোগ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দ্বায়িত্ব গ্রহণের পর-পরাজিত শক্তি আসলো সংখ্যা লঘু সেজে, এরপর আসলো আনসার লীগ নিয়ে, তারপর দাদার(বন্যা)জলে ভেসে।একটার পর একটা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।এখন জনমনে আতংক কিশোর গ্যাং হয়ে।

  • সবকিছু মোকাবিলা করে দেশ এগুচ্ছে সুন্দর আগামীর পথে,,,লেখকঃমজলুম কবি ও সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

One thought on "জনমনে প্রশ্ন-আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দেরি হচ্ছে,কেন!? এখন তারা ভয়ংকর কিশোর গ্যাং হয়ে জন নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছে,"

  1. admin says:

    আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 comillarkolom.com
Developed by: A TO Z IT HOST
Tuhin