কুমিল্লা বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযান অব্যাহত অস্ত্র মাদক ও ভারতীয় রূপি সহ আটক ১০
কুমিল্লা সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদক সহ আটক ১০
স্টাফ রিপোর্টার২৯জুন২০২৫ইং প্রকাশঃ #চৌদ্দগ্রাম_রাতভর_আর্মি-পুলিশ যৌথ অভিযান: ৮ মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবা উদ্ধার।
গত ২৮ জুন ২০২৫ তারিখে চৌদ্দগ্রাম উপজেলার হারি সরদার বাজার ও বাবুর্চি বাজার এলাকায় রাত ২৩৩০ ঘটিকা হতে পরদিন ০২০০ ঘটিকা পর্যন্ত একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতঃ
১। মোহাম্মদ জয়নাল আবেদীন
২। মোঃ রাকিব হোসেন
৩। মোঃ সোহেল মিয়া
৪। মোহাম্মদ নিলয়
৫। মোহাম্মদ ইয়াসিন
৬। মোঃ সৌরভ মিয়া
৭। মোহাম্মদ টুটুল
৮। মোহাম্মদ মামুন মিয়া
উদ্ধারকৃত মালামাল:
ইয়াবা ট্যাবলেট: ৩৬ পিস
গাঁজা: ২ কেজি ২৭৫ গ্রাম
অ্যান্ড্রয়েড মোবাইল: ০৩টি
বাটন মোবাইল: ০৩টি।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
#আরন্যপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার, গ্রেফতার ১ জন
কুমিল্লা,২৯ জুন ২০২৫:
সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আরন্যাপুর এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে ২৯ জুন রাত ০০:৩০ ঘটিকায় আদর্শ সদর আর্মি ক্যাম্পের আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোঃ ফেরদৌস আলম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধারকৃত দ্রব্যাদি:
ইয়াবা ট্যাবলেট: ২৫৫ পিস,
গাঁজা: ৫০০ গ্রাম,
দেশীয় অস্ত্র: ১০টি,
হ্যান্ড বোমা তৈরির সরঞ্জাম: ১২টি,
বাংলাদেশী মুদ্রা: ১৬০ টাকা,
ভারতীয় রুপি: ১,০০০ টাকা,
অ্যান্ড্রয়েড মোবাইল: ২টি,
বাটন মোবাইল: ১টি,
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ চিকিৎসা পরীক্ষা ও ডকুমেন্টেশন শেষে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: সেনাবাহিনী, আদর্শ সদর ক্যাম্প (২৩ বীর)।*আসামীদের বিবরণ:*
০১।নাম:মোঃ ফেরদৌসআলম (অনিক) (৩২) পিতা: নুরুল হক
গ্রামঃ উওর পাড়া মজুমদার বাড়ি।
পোস্টঃ নরপাটি
থানাঃ লাকসাম
জেলাঃ কুমিল্লা।
মোবাইলঃ ০১৬১৭৮১২১১৮
*মাদকের বিবরণ*
০১। ইয়াবা =২৫৫ পিচ।
০২। গাজা- ৫০০ গ্রাম
০৩।দেশীয় অস্ত্র - ১০ টি
০৪।হাত বোমা - ১২ টি
৫। টাকা - ১৬০ টাকা
৬। ভারতীয় রুপি - ১০০০ রুপি।
৭।অ্যান্ড্রয়েড মোবাইল ফোন-০২টি
৮। বাটন ফোন ০১টি*আসামীর বিবরণ*
১। মোঃমিলন(৩৫)।
পিতাঃমৃত দেলোয়ার হোসেন।
গ্রামঃলালমতি।
পোস্টঃ বিজয়পুর।
থানাঃ সদর দক্ষিন।
*মাদক দ্রব্য*
১। গাজার গাছ ০২টি।
*অন্যান্য সামগ্রী*
১। স্মার্টফোন ০২টি।
২। নগদ টাকা ২২,৫০০টাকা।
#কোটবাড়ি এলাকায় পলাতক মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার*
২৮ জুন ২০২৫ ইং, শনিবার রাত ৯:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার কোটবাড়ির লালমতি পশ্চিম পাড়ায় যৌথ বাহিনীর একটি অভিযানে পলাতক মাদক ব্যবসায়ী মিলন (৩৫) গ্রেফতার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মিলনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন বলে জানা যায়। গ্রেফতারের পর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করে তাকে কোটওয়ালী থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী:
নগদ টাকা: ২২,৫০০ টাকা,
মোবাইল ফোন: ২টি,
গ্রেফতার: ১ জন,
অভিযানটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।