কুমিল্লা অস্ত্রসহ দুই দুষ্কৃতকারী আটক: এয়ারসফট পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার
সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশঃকুমিল্লা,২১জুন ২০২৫:বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয় পদুয়া বাজার,দক্ষিণ রামপুরা এলাকায়।অভিযানে মোঃ রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র,এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত।
আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে—রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে ২টি মামলা রয়েছে বলে জানা যায়। প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষার পর এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে দক্ষিণ সদর থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীসমূহ:দেশীয় তৈরি দা: ৩টি,বড় ছুরি: ২টি,ছোট ছুরি:২টি, এয়ারসফট পিস্তল:২টি, ওয়াকিটকি সেট৪টি,মোবাইল ফোন:৩টি।
স্থানীয় প্রশাসন জানায়, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।