ওয়ারেন্টভুক্ত প্রতারক নুর আলম গ্রেপ্তার, বিপুল পরিমাণ জাল সরঞ্জাম উদ্ধার
কুমিল্লা গত ২ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হোটেল সাউথ ইন-এ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক নুর আলম (পিতা: মৃত শাহ আলম, মাতা: নূরজাহান বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম-পুরুষত্তোমপুর, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী; জাতীয় পরিচয়পত্র নং- ৬০১৫৩০৪২২০) কে আটক করেছে যৌথ বাহিনী।এসময় উদ্ধারকৃত
১. ল্যাপটপ-২,
২. নগদ অর্থ – ২,২২,২০৭/- টাকা,
৩. অ্যান্ড্রয়েড মোবাইল – ২,
৪. বাটন মোবাইল – ১,
৫. স্মার্ট ঘড়ি – ২,
৬. ওয়াকি টকি – ১,
৭. পাসপোর্ট – ৩,
৮. জাতীয় পরিচয়পত্র – ৬,
৯. সিল প্যাড – ১,
১০. মোটরসাইকেল চাবি – ২,
১১. মোটরসাইকেল – ১,
১২. মাউথ স্পিকার – ২,
১৩. ক্যামেরা স্ট্যান্ড – ১,
১৪. লেজার লাইট – ১,
১৫. চেকের পাতা – ৭,
১৬. পিতলের আংটি – ৪,
১৭. মানিব্যাগ – ১,
১৮. পাওয়ার ব্যাংক – ১,
১৯. ব্যাগ – ১,
মামলা রেফারেন্স:
১) লক্ষীপুর সদর থানা, জি আর নং-৩৫/১৭১, তারিখ-২১ এপ্রিল ২০০৯; ধারা-১৯(৫), অস্ত্র আইন ১৮৭৮।
২) চাটখিল থানা, এফআইআর নং-৫, তারিখ-১৩ অক্টোবর ২০০৭; জি আর নং-১২৭৩, তারিখ-১৪ অক্টোবর ২০০৭; ধারা-১৯(৪), অস্ত্র আইন ১৮৭৮।
প্রতারণার ধরণ:
অভিযুক্ত নুর আলম দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়। তার কাছ থেকে উদ্ধারকৃত একাধিক পাসপোর্ট এই প্রতারণার সুস্পষ্ট প্রমাণ বহন করে।
রাজনৈতিক সংযোগ:
আটককৃত নুর আলমের ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে বেশ কিছু আওয়ামী লীগ সমর্থনমূলক লাইভ পোস্ট এবং একাধিক আওয়ামী লীগ গ্রুপের সাথে সংশ্লিষ্টতা উদঘাটন করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পরবর্তী পদক্ষেপ:
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে উদ্ধারকৃত সামগ্রীসহ সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।