কুমিল্লা সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযান অব্যাহত
এম কে নুর আলমঃ
কুমিল্লা নাশকতা পরিকল্পনায় যুক্ত আসামি গ্রেফতার,সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর নাঈমুর রহমান মজুমদার মাছুম আটক।
অপর দিকে চৌদ্দগ্রামে অভিযানে ওয়াকিটকি,লাঠি ও মোবাইল সহ এক আসামি গ্রেফতার।
কুমিল্লা শহরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাবেক উজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী মোঃ নাঈমুর রহমান মজুমদার মাছুম (পিতা: মৃত মোখলেসুর রহমান মজুমদার, গ্রাম: ঘাসিগ্রাম, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা) গ্রেফতার হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত আসামি এবং চৌদ্দগ্রামে সংঘটিত ৮ হত্যাকাণ্ডের মামলার ৮৮ নং আসামি।
সূত্রে জানা যায়, নাঈমুর রহমানের কাছ থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নাশকতা পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তার স্বীকারোক্তিতে উঠে এসেছে যে, ঢাকা শহরে ৮/৯টি স্থানে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। *বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ০৬০০-০৭০০ ঘটিকার মধ্যে ভয়াবহ নাশকতা চালানো হবে।*
অভিযুক্ত নাঈমুর রহমান আরও জানায়, এবার শুধু মহাসড়ক অবরোধেই সীমাবদ্ধ নয়, *তারা এক্সকাভেটর ব্যবহার করে রাস্তাঘাট কেটে দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে।* এর পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করার কৌশলও হাতে নেওয়া হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলা:
এফআইআর নং-০৮, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৪; জিআর নং-২৫২/২৪ খ্রিঃ; ধারা- 143/147/149/166/427/302/109/34 The Penal Code, 1860 তৎসহ 15(3)/25(d) The Special Powers Act, 1974।
সেনা অভিযানে গ্রেফতারের পর নাঈমুর রহমানকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা সিআইডিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এই গ্রেফতারকে কেন্দ্র করে কুমিল্লা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার যেকোনো পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে।
অপর অভিযানঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান
ওয়াকিটকি, লাঠি ও মোবাইলসহ এক আসামি গ্রেফতার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উনকোট গ্রামে বিশেষ অভিযানে এক আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর প্রায় ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়ঃ
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাকিব হোসেন। তিনি তাজুল ইসলামের পুত্র এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উনকোট গ্রামের বাসিন্দা।
অভিযানের সময় আসামির কাছ থেকে নিম্নলিখিত সামগ্রী উদ্ধার করা হয়-দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, একটি লাঠি,১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। পরবর্তী ব্যবস্থা সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক মেডিকেল সম্পন্ন করার পর চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়েছে।